ভোলা প্রতিনিধি মোঃ ছিদ্দিক
ভোলার দৌলতখানের চরখলিফা ইউনিয়নের চেয়ারম্যন জনাব মেহেদী মাসুদ মুকু খানের নিজ উদ্যোগে প্রতি বারের ন্যয় এবার রমজানেও ১৯০ জন মসজিদের ইমাম ও মোয়জ্জিন কে ৫০ কেজি চাল ১০ কেজি আলু ও ২ কেজি ডাল বিতরন করা হয়েছে। আজ শনি বার দুপুর ১২ টায় চরখলিফা ইউনিয়ন কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব ত্রান সামগ্রী বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন, চরখলিফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মেহেদী মাসুদ মুকু খান, ইউপি সদ্যস্য মোঃ জাহিদ হোসেন টিটুসহ, পরিষদের অন্যান্য সদ্যস্য বৃন্ধ।
পরিষদের চেয়ারম্যন মেহেদী মাসুদ মুকু খান বলেন, আমি ইতি পূর্বে এ চরখলিফা ইউনিয়নে প্রতি রমজানের ন্যয় এবার রমজানেও ১৯০ জন ইমাম ও মোয়জ্জিন কে ৫০ কেজি চাল ১০ কেজি আলু ও ২ কেজি ডাল বিতরন করেছি। এবং মধ্য বিত্ত পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে এ ত্রান সামগ্রী পৌছে দিচ্ছি। ইনশাআল্লাহ যত দিন এ করোনা ভাইরাসের প্রাদূরভাব থাকবে ততো দিন আমরা ভোলা ২ আসনের সাংসদ আলহ¦াজ আলী আজম মুকুলের নির্দেশ ক্রমে আমাদের এ ত্রান অব্যহত থাকবে।
এসময় আরো বলেন, চরখলিফা ইউনিয়নে ২৩২৯ জেলেকে দুইবারে জেলে পূর্নবাসনের জন্য ত্রান সামগ্রী দেয়া হয়েছে। ১০০০ হত দরিদ্র পরিবারকে দুই বারে চাল ডাল ও আলু দেয়া হয়েছে।
একান্ত সাক্ষাতকারে তিনি বলেন, যেহেতু করোনা ভাইরাসের সংক্রমনে দোকান পাট বন্ধ রয়েছে সেহেতু এ চরখলিফা ইউনিয়নের প্রতিটি চায়ের দোকান কর্মচারী, প্রতিটি টেইলার্স (খলিফা) শীল, মুচী, অটো ও মাহিন্দ্রা ড্রাইভার দেরকে এক বস্তা করে ত্রান সামগ্রী দিবেন বলে জানান।
You cannot copy content of this page