নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে মাস্ক না পরার অপরাধে জুয়েল নামের এক কম্পিউটার দোকানদারকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে দুবৃত্তরা। জুয়েল নফল রোজা রেখে ইফতারি কেনার জন্য বাসার সামনের দোকানে মাস্ক ছাড়া গিয়ে ছিলেন। কোন কিছু বুঝে উঠার আগেই তাকে নাছিম বিল্লাহ ও ওহিদ নামে দু’জন দুবৃত্ত পিটিয়ে রক্তাক্ত জখম করে।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার পূর্বে নড়াইলের সাবেক বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
জখমী জুয়েলের ব্যবহার ও মানুষ হিসেবে খুবই অমায়িক ছিলেন বলে একাধিক সুত্র থেকে জানা গেছে।
রাতেই পুলিশ সুপার জসিম উদ্দিনের নির্দেশে ওই দুই অপরাধী নাছিম বিল্লাহ ও ওহিদকে অটক করা হয়েছে। #
You cannot copy content of this page