মামুন কৌশিক, নেত্রকোণা প্রতিনিধি : করোনার জন্য বারহাট্টা উপজেলা লক ডাউনে রয়েছে।এমন পরিস্থিতিতে উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশেম নিজ উদ্দ্যোগে তৈরি করেছেন বারহাট্টা ফাউন্ডেশন।তিনি সবার উদ্দেশ্যে বলেন যে, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে পবিত্র রমজানের শুভেচচ্ছা রইল।ইনশাআল্লাহ আমরা রমজানের মধ্যেই আল্লাহর রহমতে করোনা জয় করব।সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন।আমাদের সবাইকে যেন আল্লাহ রোজা রাখার তৈফিক দান করেন।
You cannot copy content of this page