কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ায় বাল্যবিয়ের অপরাধে বরকে ৭ দিনে বিনাশ্রম কারাদণ্ড ও কাজীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৪ এপ্রিল) রাতে উপজেলার টোক ইউনিয়নের চেওরাইট গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সিংহশ্রী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের মৃত নুরুল ইসলাম কাইয়ার ছেলে আলিম ফাহিম কাইয়া সাথে টোক সূর্য বালা উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীর ছাত্রী বিবাহ পড়ানোর অপরাধে কাজীকে ১০ হাজার টাকা জরিমানা ও বরকে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা জানান, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ ধারা অনুযায়ী কাজীকে ১০ হাজার টাকা অর্থদন্ড এবং পাত্রকে সাত দিনের বিনা শ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
You cannot copy content of this page