স্টাফ রিপোর্টারঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় নির্বাচন পরিচালনা উপ-কমিটর সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রসায়নবিদ আলহাজ্ব ড. জাফর ইকবাল। আজ শুক্রবার (২৪ এপ্রিল) এ শুভেচ্ছা বার্তা দেন তিনি।
আলহাজ্ব ড. জাফর ইকবাল বলেন, বিগত মাসগুলোতে আমরা দেখেছি; যে কঠিন সময়ে প্রার্থনার শক্তি কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। আজ রমজানের শুরুতে আমি প্রার্থনা করি তাদের জন্য, যারা নিজ আস্থা ও বিশ্বাসের সঙ্গে এ পবিত্র সময়টি পালন করছেন। বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের কাছে পবিত্র এ মাসটি কঠিন উপবাস, একনিষ্ঠ প্রার্থনা, ধ্যান, কুরআন পাঠ এবং দানের মাধ্যমে তাদের বিশ্বাসকে মজবুত এবং ঝালাই করে নেয়ার একটি সুযোগ।
তিনি আরও বলেন, শান্তি, দয়া ও অন্যের প্রতি ভালবাসা এবং শ্রদ্ধা- ইসলামি বিশ্বাস এসব সর্বজনীন মূল্যবোধগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। দেশে এবং প্রবাসের সকল মুসলমানদেরকে রমজানের শুভেচ্ছা রইল।
You cannot copy content of this page