নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরেক স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ শাহাবুর রহমান শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ওই স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হওয়ার কথা নিশ্চিত করেন।
এ নিয়ে এ হাসপাতালের ছয়জনের করোনা শনাক্ত হলো।শরীফ শাহাবুর রহমান জানান, গত ২২ এপ্রিল ওই হাসপাতালের কিছু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হয়।
এর মধ্যে তার করোনা শনাক্ত হয়। তিনি বহির্বিভাগের রোগীদের ওষুধ সরবরাহ করতেন। তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। আগে শনাক্ত হওয়া পঁাচজন হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নড়াইলে করোনাভাইরাস শনাক্ত হওয়া সাতজনই লোহাগড়া উপজেলার। এর ছয়জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। একজন লোহাগড়া পৌর এলাকার পারছাতরা গ্রামের বাসিন্দা। তিনি নরায়ণগঞ্জে একটি কোম্পানিতে চাকরি করতেন। সেখান থেকে বাড়িতে এসে করোনা শনাক্ত হন। আক্রান্তদের কোনো উপসর্গ ছিল না। #
Leave a Reply