নিজস্ব প্রতিবেদকঃ কণ্ঠশিল্পী আল তামিম এবং আলিফ দিপ্ত নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছেন। ফেনী জাংশন ২ অ্যালবামের অন্যতম সেরা 'অযথা' গানের মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। যেখানে অভিনয় করেছেন জনপ্রিয় সংগীত শিল্পী আল তামিম এবং মডেল জেবা তাকিয়া শুকরিয়া।
'অযথা' শিরোনামের গানটির লিরিক্স ও মিউজিক করেছেন আল তামিম নিজেই। এ.কে.এম তৌহিদ হাসানের পরিচালনায় গানের মিক্সিং এবং মাষ্টারিং করেছেন ম্যাক প্রডাকশন। ভিডিওর প্রযোজক এবং কাস্টিং ডিরেক্টর ছিলেন রাহুল রায় মিসুক। ভিডিও ইডিটিং করেছেন মিনার আহমেদ নিলয়। সহকারী পরিচালক হিসেবে ছিলেন জাহিদুল ইসলাম। ড্রোন ক্যামেরায় ছিলেন ফয়সাল হোসাইন। শাকিল শুভ ও সাইফুল ইসলাম সাইফ ছিলেন সুটিং সহযোগীতায়।
গত ২০ এপ্রিল গানটি 'আল তামিম অফিসিয়াল' ইউটিউব চ্যানেলের রিলিজ করা হয়। মিউজিক ভিডিওটি অফিসিয়াল ভাবে ইউটিউবে প্রকাশ করার পর ব্যাপক সাড়া পেয়েছে।
প্রযোজক রাহুল রায় মিসুক বলেন, এর আগে আমার বেশ কয়েকটি গানের ভিডিও শ্রোতা-দর্শক দেখেছেন। তারা আমার গান পছন্দ করেছেন। তাদের ভালোলাগার জন্যই নতুন আরেকটি গানের ভিডিও করেছি। এ গানটিও ব্যাপক সাড়া পেয়েছে।
শামীম শিকদার
You cannot copy content of this page