বলেছিলে
বর্ষা সরকার
উৎসর্গঃ সকল করোনা যোদ্ধাদের
বলেছিলে তুমি একটা আকাশ ডেকে চাঁদ এনে দিবে
কই পরে আর খবর নিলেনা,
বলেছিলে কিন্তু ঐ লেক থেকে সাঁতার কেটে শাপলা ফুল এনে দিবে
তারপর থেকে তোমায় আর দেখাই গেলো না।
খুব তো বলেছিলে পাহাড়ের পাশে ঐ ঝর্ণার দ্বারে একসাথে বসে গল্প করবে, কিজানি বলতেও চেয়েছিলে,
অদ্ভুত! এরপর থেকে ফোনটাই বন্ধ করে দিলে?
তুমি কোথায়!
জানো কি? প্রিয় চাঁদের খুব কাছে যেতে চেয়েছিলাম একটু চাঁদ আনার জন্য, ক্ষানিকটা গিয়ে আবার থেমে গিয়েছি যদি তুমি রাগ করো।
তাই একা একা আর শাপলা ফুল আনতেও যাইনি, দূর পাহাড়ের দেশেও যাইনি।
ইদানিং তোমার কথা বেশ মনে পরছে জানো? চারিদিকে এতো আতংক, মহামারী, কিন্তু তুমি কোথায়?
এই প্রথমবার পুরো পৃথিবী একি ভাবনা একসাথে ভাবছে। আমি যে ভয়, আতংক নিয়ে আছি, পৃথিবীটাও একি ভয়, আতংক নিয়ে আছে। আমি যেমন থমকে গিয়েছি পৃথিবীটাও এভাবে থমকে গিয়েছে।
তবে তুমিও কি তাই?
You cannot copy content of this page