মামুন কৌশিক, নেত্রকোণা প্রতিনিধিঃ
কৃষি প্রধান দেশ বাংলাদেশ। কৃষি ক্ষেত্রে তথা কৃষকদের নতুন নতুন প্রযুক্তির ব্যবহার ও তা বাস্তবায়নের কাজ করে যাচ্ছেন উপজেলা কৃষি বিভাগ। নতুন ফসল সফলভাবে বাস্তবায়ন করাটা খুবই কঠিন ব্যাপার। তাও বারহাট্টার মতো মফস্বল এলাকায়। ধান অধ্যুষিত এলাকা বলে কথা। ভুট্টা বাংলাদেশের বহু জায়গায় জনপ্রিয়তা পেলেও বারহাট্টা তথা নেত্রকোনায় আবাদ হয় না বললেই চলে।
এই বছর, কৃষি বিভাগের উদ্যোগে প্রনোদনা ও রাজস্ব প্রদর্শণীর আওতায় ভুট্টা চাষ করা হয়েছে বারহাট্টায় প্রায় ১০ হেক্টর জমিতে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাইমিনুর রশিদ ভুট্টা চাষীদের ধন্যবাদ দিয়ে জানান, ভুট্টা খুবই লাভজনক ফসল। ফলনও ভালো, বিঘায় প্রায় ২৫-৩০ মন। ভুট্টার বহুমুখী ব্যবহার ও রয়েছে। তবে গোখাদ্য হিসেবে ভুট্টার জুরি নেই। আগামিতে ভুট্টা ফসলটি এই অঞ্চলে আরো জনপ্রিয় হবে।
নতুন ফসল উৎপাদন নিশ্চিতকরণে নিয়মিত মাঠ পরিদর্শন, প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরী তথ্য সেবা প্রদানে কৃষি বিভাগ সবসময় আন্তরিক ছিল এবং আগামীতে ও থাকবে।
Leave a Reply