স্টাফ রির্পোর্টারঃ
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় আরও ২৬ জন
করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত খুলনা বিভাগে ৭৫ জন করোনা পজিটিভ শনাক্ত হলো।
তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশিদা
সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
রাশিদা সুলতানা জানান, নতুন ২৬ জনের মধ্যে যশোরে ১৫ জন, মাগুরায় ১ জন, নড়াইলে ৩ জন ও ঝিনাইদহে ৭ জন রয়েছেন।
এছাড়া ২৪ ঘণ্টায় এ বিভাগে ২৮৯ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন। আরও ৫৫৮ জনকে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে তিন জনকে।
তিনি আরও জানান, এর মধ্যে ৩০ জন করোনা পজিটিভ নিয়ে বিভাগে শীর্ষে রয়েছে যশোর জেলা। ১০ জন পজিটিভ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নড়াইল। আর গত দুদিনে ৯ জন পজিটিভ শনাক্ত হয়ে ঝিনাইদহ রয়েছে তৃতীয় অবস্থানে। ৮ জন পজিটিভ ও একজন মৃত নিয়ে খুলনা চতুর্থ। ৭ জন পজিটিভ নিয়ে চুয়াডাঙ্গা পঞ্চম। কুষ্টিয়া জেলায় পজিটিভ ৫ জন। এ জেলায় আরও দুজন
করোনা পজিটিভ রয়েছেন যারা ঢাকা থেকে পরীক্ষা হয়ে আসা। এ কারণে তাদের কুষ্টিয়ার তালিকায় রাখা হয়নি। এছাড়া মেহেরপুরে ২ জন পজিটিভ ও ১ জন মারা গেছেন। পাশাপাশি বাগেরহাটে ১ জন, মাগুরায় ৩ জন করোনা পজিটিভ রয়েছেন।
এছাড়া এ বিভাগে এ পর্যন্ত ২৪ হাজার ৪২৬ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৪৪৫ জন রয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন। ১৯ হাজার ১০ জনকে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর আইসোলেশনে নেওয়া হয়েছে ১৬৩ জনকে। আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ১৩৮ জনকে।
You cannot copy content of this page