আব্দুল নূর, নেত্রকোনা থেকেঃ
নেত্রকোণার দূর্গাপুরে রোটারিয়ান আতাউর রহমান খান আখির পক্ষ থেকে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
রবিবার (২৬ এপ্রিল) সকাল থেকে এ কাজ করেন তারা। বাকল জোড়া ইউনিয়নে,বালিচান্দা গ্রামের কৃষক আব্দুল মতিনের ধান কেটে বাড়ি পৌঁছে দেন তারা ।
বঙ্গবন্ধু ছাত্র ফাউন্ডেশন নেত্রকোণা জেলা শাখার নাজিরপুর ইউনিয়নের সভাপতি নুরুজ্জামান শেখ জানান, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও রোটারিয়ান আতাউর রহমান খান আখির এর পক্ষ থেকে করোনা মহামারী থাকার কারণে হতদরিদ্র কৃষক আঃ মতিন অসহায় হয়ে পড়েছেন।তাই আমরা ছাত্রলীগ নেতাকর্মীরা আখির এর পক্ষ থেকে আমরা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম মেম্বার ও উপস্থিত ছিলেন ৭ নং কৈলাটি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি প্রার্থী মোঃ রকির হাসান জনি এবং চন্ডীগড় ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি প্রার্থী ওমর ফারুক আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার মুরুব্বিয়ান এবং অন্যান অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কৃষক আঃ মতিন জানান, আমি অর্থের দিক থেকে অনেক অচল। তাই আমার ধান কাটার জন্য লোকজন নিয়ে, ধান কাটার সমার্থ ছিলোনা। তাই তারা নেতাকর্মীরা আমার ধান কেটে দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং দোয়া করি। যাতে করে সবসময় গরীব অসহায় মানুষের পাশে থাকতে পারেন তারা।
Leave a Reply