মামুন কৌশিক নেত্রকোণা প্রতিনিধি : করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলছে।মৃত্যুর মিছিল যেন থামছেই না বরং প্রতিদিনই সেটা লম্বা হচ্ছে।লক ডাউনের কারণে বারহাট্টা উপজেলায় বেশ কিছুদিন ধরে যানবাহন সহ শ্রমজীবি মানুষদের আয়ের মাধ্যমগুলো বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে বারহাট্টা উপজেলার কোর্ট রোড এলাকার নিবাসী মালয়েশিয়া প্রবাসী গোলাম মোস্তফা এগিয়ে আসলেন অভুক্তদের খাদ্য সংগ্রহে।আজকে উনার ব্যাক্তিগত উদ্দ্যোগে ৫০ জনকে ত্রাণ বিতরণ করা হয়েছে।এ বিষয়ে মালয়েশিয়া প্রবাসী গোলাম মোস্তফা বলেন যে, দেশে এখন মহামারী চলছে। এই দূর্যোগ মুহূর্তে সরকারি সাহায্যের পাশাপাশি আমরা নিজেরাও যার যার মত সবাই এগিয়ে আসি তাহলে মনে হয়না একটা গরিব লোকও না খেয়ে থাকবে না।
You cannot copy content of this page