যশোর প্রতিনিধিঃ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জিনোম সেন্টারে নতুন করে আরও ১৪জন করোনা রোগী আক্রান্ত হয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের সহকারী পরিচালক অধ্যাপক ইকবাল কবীর জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জিনোম সেন্টারের সহকারী পরিচালক অধ্যাপক ইকবাল কবির জাহিদ বলেন, গত ২৪ঘন্টায় ল্যাবে যশোরের ৪২টি, ঝিনাইদহের ১৫টি, নড়াইলের ৪টি, মাগুরার ৫টি মিলে সর্বমোট ৬৬টি নমুনার পরীক্ষা করা হয়। যার মধ্যে ২৭টিতে করোনা পজিটিভ পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে-যশোরে ১৪ জন, ঝিনাইদহে ৮জন, নড়াইলে ৩জন ও মাগুরায় ২জন নতুন রোগী রয়েছেন। এই নিয়ে যশোরে সর্বমোট ২৯জন করোনা রোগী সনাক্ত হয়েছেন।
You cannot copy content of this page