বিপ্লব দাশ, স্টাফ রিপোর্টার :-
বান্দরবান জেলার লামা-চকরিয়া সড়কে ইয়াংছা বদুঝিরি এলাকায় (২৫ এপ্রিল) রোববার বিকাল ৩.৪৫ মিনিটে একটি জীপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা শিকার হয়েছে, জীপ গাড়িটি খাদ্য অধিদপ্তরের চাল নিয়ে চকরিয়া থেকে লামায় যাচ্ছিল।
প্রত্যেক্ষদর্শীরা জানায়,সরকারি চাল নিয়ে লামায় যাওয়ার পথে লামা- চকরিয়া সড়কে ইয়াংছা বদুঝিরি এলাকায় গাড়িটি দুর্ঘটনায় পতিত হয়। গাড়িতে থাকা এক বয়স্ক লোক গুরুতর আহত হয়েছে, স্থানীয় তাকে উদ্ধার করে চিকিৎসা জন্য,চকরিয়া নিয়ে গেছেন, বয়স্ক লোকটি কথা বলতে পারছেন না তার পরিচয় জানা যায়নি, এতটুকু জানা গেছে তিনি চাকরিয়া উপজেলার খুটাখালি এলাকার বাসিন্দ, এদিকে দুর্ঘটনার পর পর জীপ গাড়ির ড্রাইভার ও হেলপার পালিয়েছে বলে জানা যায়।
এই বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং গাড়ি তথ্য নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
You cannot copy content of this page