আব্দুর রউফ রুবেল,গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে আগুনে পুড়ে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।এসময় আগুনে ৬ টি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১২ টার দিকে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড(দারগার চালা) গ্রামের আউয়ালের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের আসমা বেগম(৩৫)উপজেলার কেওয়া পশ্চিম খন্ড এলাকার আঃ কাদিরের মেয়ে।সে ঘরের ভিতরে শিকলে বাঁধা অবস্থায় ছিলেন।
স্থানীয় বাসিন্দা মো. শাহ্জাহান জানান, আসমা খাতুন বেশ কয়েকবছর ধরে মানসিকভাবে অসুস্থ। তিনি কাউকে কিছু না বলে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যেতেন। তাই আসমাকে ঘরের ভেতর শিকল দিয়ে আটকে দরজায় তালা লাগিয়ে রাখা হতো।
শনিবার রাত ১২টার দিকে আসমাকে তালাবদ্ধ করে রাখা ঘরে আগুন লাগে। পরে তাকে অনেক চেষ্টার পরও বাঁচানো সম্ভব হয়নি।এসময় কৃষক আব্দুল কাদিরের ৬টি ঘর পুড়ে ছাই হয়ে যায়
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার রাম প্রাসাদ পাল জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
Leave a Reply