শামীম শিকদার, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
দেশজুড়ে লকডাউনে স্তব্ধ হয়ে গেছে মানুষের জীবনযাত্রা। এ অবস্থায় ফসল ঘরে তুলতে শ্রমিক সংকটে ভুগছেন কৃষকরা।
এ পরিস্থিতিতে কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে গাজীপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত কাপাসিয়া সদর ইউনিয়নের জামিরারচর গ্রামে কৃষক শহীদুল্লার ক্ষেতে পাকা ধান কাটার কাজ করেন তারা।
বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ও গাজীপুর জেল ছাত্রলীগের গণযোগাযোগ উন্নয়ন সম্পাদক আদনান পারভেজের নেতৃত্বে জেলা ছাত্রলীগের ২০ জন নেতাকর্মী কৃষকের ১ বিঘা জমির ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দেন।
ছাত্রলীগ নেতা আদনান পারভেজ জানান,
ছাত্রলীগ একটি মানবিক সংগঠন। কোন কৃষকের সহযোগিতার প্রয়োজন হলে আমরা অবশ্যই করব।
You cannot copy content of this page