ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহের চাকলা পাড়ার রাজ কুমার বিশ্বাস পেশায় একজন গ্রামবাংলা গাড়ি চালক। তিনি দেশের এই করোনা পরিস্থিতে জেলা প্রসাশক সরোজ কুমারের হাতে নগত ৫০ হাজার টাকা তুলে দেন। তিনি থাকতেন নবগঙ্গা নদীর পাড়ে, সরকারি জমিতে। পরিশ্রম করে টাকা জমিয়েছিলেন ঘর করবেন।
একমাস আগে নদী রক্ষার জন্য তার ঘর-স্থাপনা ভাঙ্গা হয়েছিল। সরকারি জমিহারা হয়েছেন; ঘর বাঁধার স্বপ্ন ভেঙেছে।
কয়েকদিনের মধ্যেই করোনা ভাইরাসজনিত মানবিক বিপর্যয় তাকেও দুর্গত করেছে।
তাতে কী?
তিল তিল করে জমানো টাকা গুলো আজ দান করে দিলেন করোনা ভাইরাস জনিত অন্যান্য দুর্গতদের জন্য। নিজের কথা একটুও চিন্তা করলেন না।
তিনি জানান অামার ইচ্ছা ছিলো এই জমানো টাকা দিয়ে বাড়ি করবো,কিন্তুু অামরা কে কখন হারিয়ে যাবো তার কোন ঠিক নেই। অামি চাই এই টাকা অনেক দুস্থ মানুষের কাজে লাগবে।
জেলা প্রশাসক বলেন তার এই দান ঝিনাইদহ বাসি চিরদিন তাকে মনে করবে। সমাজের সবাই কে এই মহামারির বিপদের দিনে দানের হাত বাড়িয়ে দেবার অহ্বান রইলো প্রিয় ঝিনাইদহ বাসি।
অভিবাদন, এই মহান মানুষকে।
জেলা প্রশাসন ঝিনাইদহ, পরিকল্পনা নিয়েছে তাকে বিশেষ সম্মাননা জানানোর জন্য।
You cannot copy content of this page