সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: প্রতিদিনের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে করোনায় ভাইরাসের দূর্যোগময় মুহুর্তে অসহায়দের পাশে রয়েছেন উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম সাজেদুল। তিনি আজ ২৭এপ্রিল (মঙ্গলবার) বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন ও কর্মহীন মানুষের হাতে নিজস্ব অর্থ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হামিদ মোল্লা, উপজেলা আওয়ামীগের কার্যকারী সদস্য হাজী পিয়ার, যুবলীগ নেতা শাহীন রেজা, স্বপন, ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম সহ অত্র অঞ্চলের গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম সাজেদুল বলেন, আমি প্রতিদিন চেষ্টা করছি অসহায় মানুষের পাশে থাকতে। জীবনের মায়া ত্যাগ করে ঘরে বসে না থেকে উপজেলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছি। চেষ্টা চালিয়ে যাচ্ছি দূর্যোগ মুহুর্তে মানুষের পাশে থাকতে। আমার সাধ্যমত চেষ্টা করছি তাদেরকে অর্থ সহায়তা দিতে।
You cannot copy content of this page