শামীম মিয়া, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধিঃ
মহামারি করোনা ভাইরাসের কারনে লকডাউনে সারাদেশ। আর এই কারনে এক স্থান থেকে অন্যস্থানে যাতায়াত করতে পারছে না ধান কাটার শ্রমিকরা। এই শ্রমিক সংকটে বোরো মৌসুম শুরু হওয়ায় দিশেহারা কৃষক।
দিশেহারা কৃষকের মুখে হাসি ফুটাতে এবার বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন মির্জাপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ঘরে বসে না থেকে অসহায় কৃষকদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন।
সোমবার (২৭ এপ্রিল) উপজেলার ৮ নং ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মুনসুর পশ্চিমপাড়া গ্রামের কৃষক আজাহার ইসলামের ২০ শতাংশ জমির পাকা ধান রোজা থেকে কেটে ঘরে তুলে দিলেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এতে ঐ কৃষকের মুখে উজ্জল হাসি লক্ষ করা গেছে। কৃষক আজাহার ধন্যবাদ জানিয়েছেন ছাত্রলীগের প্রতি।
ধান কাটা কার্যক্রমের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. মোবারক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মো. সাজ্জাদ আহমেদ, পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধরণ সম্পাদক মিহির, ছাত্রলীগ নেতা আশিক, সাজ্জাদ, অনিক প্রমূখসহ ভাতগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক আমরা মির্জাপুর উপজেলা ছাত্রলীগ সব সময় কৃষকের পাশে থাকার চেষ্টা করবো।
এই রকম যদি আরও কোনো কৃষক বিপদে পড়ে থাকেন তাহলে তাদের পাশে আমরা সর্বদা দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিবো।
নিজেদের সব টুকু দিয়ে গণমানুষের কল্যাণে কাজ করে যাওয়ারও ব্যক্তয় প্রকাশ করেন তিনি।
You cannot copy content of this page