যশোর প্রতিনিধিঃ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জিনোম সেন্টারে নতুন করে আরও ৪জন করোনা রোগী আক্রান্ত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের সহকারী পরিচালক অধ্যাপক ইকবাল কবীর জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জিনোম সেন্টারের সহকারী পরিচালক অধ্যাপক ইকবাল কবির জাহিদ বলেন, গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়।
যার মধ্যে ১১টিতে নমুনার ফলাফল পজিটিভ এসেছে।
আক্রান্তদের মধ্যে-যশোরে ৪ জন, ঝিনাইদহে ৪ জন, নড়াইলে ৩ জন নতুন রোগী রয়েছেন। এই নিয়ে যশোরে সর্বমোট ৩৪জন করোনা রোগী সনাক্ত হয়েছেন।
Leave a Reply