প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৭:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২০, ৫:৩৫ পূর্বাহ্ণ
২০২০ সালে ফটোগ্রাফি জীবনে সেরা কাজগুলো করছি: নাদিম আহমেদ
নাসিম আহমেদ রিয়াদঃ তরুণ প্রজন্মের ব্যস্ত ফটোগ্রাফার সিরাজগঞ্জের ছেলে নাদিম আহমেদ। ফটোগ্রাফিতে শখের বসে এসে এখন পেশায় রূপান্তরিত হয়েছে। ফটোগ্রাফিকে পেশা হিসেবে নিয়ে একজন ফটোগ্রাফার হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এ তরুণ ফটোগ্রাফার। নিজের মনে কাজকে ধারণ করে আপন গতিতে এগিয়ে চলছেন। মডেলিং তারকাদেরও বেশকিছু ছবি তুলেছেন। কাজ করছেন ওয়েডিংও। দুটোতেই সমানতালে কাজ করছেন।
নাদিম আহমেদ প্রতিদিনের সময়কে বলেন; ‘‘এবারের ঈদেও কাজ নিয়ে বেশ ব্যস্ততম সময় কাটাবো। এখনো ব্যস্ত হয়ে গেছি। আমার ফটোগ্রাফি জীবনে ২০২০ সাল অর্থাৎ এ বছরের শুরু থেকেই ব্যাপকহারে যে কাজ করেছি তা আমার ফটোগ্রাফি জীবনে সেরা। এ বছরে প্রচুর কাজ করেছি। আগামীদিনেই এভাবে কাজ করে এগিয়ে যেতে চাই। সকলের দোয়া প্রত্যাশা করছি।’’
© 2024 Probashtime