জবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর সন্তান বীর মুক্তিযোদ্ধা শেখ জামালের জন্মদিনে মুক্তিযোদ্ধার নাতি-নাতনীদের সংগঠন বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ শুভেচ্ছা জানিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের চেয়ারম্যান মোঃ খালেদুজ্জামান ফারছিম ও মহাসচিব মোঃ মিরাজ মিয়া এ শুভেচ্ছা প্রেরণ করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ জামাল ১৯৫৪ সালের ২৮ এপ্রিল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু বিপথগামী উচ্ছৃঙ্খল সেনা কর্মকর্তার হাতে পরিবারের অধিকাংশ সদস্যসহ নিহত হন শেখ জামাল।
শেখ জামাল ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ থেকে ম্যাট্রিক এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনি গৃহবন্দি হন। পরে পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। এ সময় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমিশন প্রাপ্ত অফিসার পদে নিয়োগ পান।
শেখ জামালের জন্মদিনে বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
Leave a Reply