1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
কনকনে শীতে ঠাকুরগাঁওয়ে শীতবস্ত্র পেলেন দুস্থরা উদীচী মচমইল সম্মেলনে সভাপতি আফির, সম্পাদক শীতেন্দ্র রাজশাহী ক্যান্ট: পাবলিকে উদযাপিত হলো বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী রাজশাহীতে বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত  ভূল্লী প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গুণীজন সম্মাননা বৈষম্যহীন রাজশাহী সংস্কৃতি পরিষদ গঠিত  ঠাকুরগাঁওয়ে ইটভাটায় অভিযান,২ লাখ টাকা জরিমানা নিজ হাতে মাঠ পরিষ্কার করলেন জেলা প্রশাসক ঠাকুরগাঁওয়ে কৃষকদের প্রশিক্ষণ ও বিনামূল্যে পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের বীজ বিতরণ

এই দূর্যোগেও মানবতার সেবায় অনন্য ভয়েস অব কাজিপুর

সংবাদ দাতার নাম
  • সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৩২৫ জন পড়েছেন

নাসিম আহমেদ রিয়াদঃ

করোনাভাইরাস প্রতিরোধে জনপ্রিয় সামাজিক সংগঠন ভয়েস অব কাজিপুর বিভিন্ন কর্মসূচী পালন করে যাচ্ছে।সমাজের মানুষকে সচেতন করতে মাইকিং,লিফলেট বিতরণ,জীবানুনাশক স্প্রে করা,হাত ধোঁয়ায় উৎসাহী করা,স্যানিটাইজার সামগ্রী বিতরণ,বিনামূল্যে ঔষধসহ স্বাস্থ্যসেবা,মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছে সংগঠনটি।নিম্নে বিস্তারিত তুলে ধরা হলোঃ

১)মানবিক সহায়তা প্রদাণঃ
করোনা ভাইরাসের কারণে লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে।কাজিপুর উপজেলার ১২ টি ইউনিয়নের ১৫০২টি পরিবারকে মানবিক সহায়তা হিসেবে ৫ কেজি চাল,১ কেজি ডাল,১ কেজি চিনি,১কেজি ছোলা,১লিটার তেল,১কেজি পিয়াজ,১কেজি লবন,১ কেজি আলু ও ১টি ডেটল সাবান দেওয়া হয়।বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বাড়ী বাড়ী গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে এই মানবিক সহায়তা।ইতিমধ্যে নিম্নমধ্যবিত্ত ৪০২ জন,দিনমজুর ৩২১,ভ্যানচালক ২০৩ জন,বিধবা ১৫৬ জন,প্রতিবন্ধী ১০৭জন,মসজিদের ঈমাম+মুয়াজ্জিন ৬৫ জন,নৈশ্যপ্রহরী ৫৪ জন,হিজড়া ৪১ জন,মাঝি ২৮ জন,মুচি ১১ জন,কামার ০৯ জন ও অন্যান্য পেশার ১০৫ জনকে মানবিক সহায়তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে ভয়েস অব কাজিপুর।

২)পিপিই,হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণঃ
করোনা ভাইরাস প্রতিরোধে যে চিকিৎসকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদের পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট(পিপিই)এর সংকটে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছিল।ঠিক তখনি কাজিপুর ৫০ সয্যা বিশিষ্ট হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে অর্ধশত পিপিই দিয়ে সহযোগিতার হাত বাড়ায় ভয়েস অব কাজিপুর।এছাড়া বিভিন্ন স্পটে গিয়ে ১৫০০ পিস মাস্ক,৫০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার ও ২০০০ জোড়া হ্যান্ড গ্লোভস বিতরণ করা হয়।

৩)মাইকিং ও লিফলেট বিতরণঃ
কাজিপুর উপজেলার জনসাধারণকে সচেতন করতে প্রতিটি গ্রামে পাড়ায় মহল্লায় ১০ দিন ব্যাপী মাইকিং ও করোনা ভাইরাস প্রতিরোধের জন্য ৫০০০ লিফলেট বিতরণ করা হয়।

৪)জীবানুনাশক স্প্রেঃ
করোনা ভাইরাস প্রতিরোধে ভয়েস অব কাজিপুরের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় জীবানুনাশক স্প্রে করা হয়।নাটুয়ারপাড়া,চরগিরিশ,তেকানী,নিশ্চিন্তপুর,কাজিপুর,চালিতাডাঙ্গা, সোনামুখী,মাইজবাড়ী,গান্ধাইল সহ বিভিন্ন ইউনিয়নে এই স্প্রে করা হয়।

৫)হাত ধোয়ায় উৎসাহী করাঃ
সাধারণ মানুষকে হাত ধোয়ায় উৎসাহিত করার জন্য কয়েকটি স্পটে ভ্রাম্যমাণ বেসিন স্থাপন করা হয় এবং সাবান,হ্যান্ড রাব,হ্যান্ডওয়াস বিতরণ করা হয়।

৬)বিনামূল্যে ঔষধ সহ স্বাস্থ্যসেবাঃ
ভয়েস অব কাজিপুর এর বিশেষজ্ঞ চিকিৎসক হটলাইনের মাধ্যমে ২৪ ঘন্টা সেবা দিয়ে যাচ্ছেন।এপর্যন্ত ০৯৬৩৮২০৬১৬১এই নাম্বারে ৫৭৩ জন এবং ০১৭২২-৪৭০৫৮৫ এই নাম্বারে ১০৮ জনকে পরামর্শ প্রদান করা হয়েছে।এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৪৫ জনকে ঔষধ পৌঁছে দেওয়া হয়েছে।

এছাড়াও বিভিন্ন অসহায় পরিবারকে আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন সেবা দিয়ে আসছে ভয়েস অব কাজিপুর।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page