কল্লোল রায়, কুড়িগ্রাম প্রতিনিধি:
সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশেও করোনা ভাইরাসের কারণে যখন অঘোষিত লকডাউন চলছে, কাজ কর্ম না থাকায় অসহায় হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষরা। কুড়িগ্রামে পৌর এলাকার গরীব কৃষকদের ধান কাটা অব্যাহত রেখে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ।
কুড়িগ্রাম জেলার এক কৃষক আফজাল হোসেন টাকার অভাবে অপূর্ণই থেকে গেছে তাদের সংসারে। এসময় উপস্থিত হয়ে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের
সদ্য সাবেক সহ সভাপতি মোঃ তৌফিকুলের নেতৃত্বে অসহায় কৃষক আফজাল হোসেনের ধান কেটে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন।
এবিষয়ে জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সহ সভাপতি মোহাম্মদ তৌফিকুল ইসলাম টুটুল বলেন, আমরা কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মী সর্বদা অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। দরিদ্র অসহায় কৃষক আফজাল হোসেনের ধান কাটার সার্মথ্য নেই, হাঁটু পানিতে তলিয়ে গেছে তার ধান। আমরা কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ আজ তার ধান কেটে দিলাম।
তিনি বলেন আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ, হারুন অর রশিদ, নাজমুল হক, নাজমুল হুদা, জামিম হাসান, জাকিরুল ইসলাম, ইকবাল, মোসারফ, রিদয়, ফাহিম, মুনতাসীর, রিয়াল, মেহেদী, মুন্না সহ নেতৃবৃন্দ।
Leave a Reply