জবি প্রতিনিধিঃজাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী মৃত্যুতে শোক জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান ও ট্রেজারার ড. কামালউদ্দিন আহমেদ-এর পক্ষে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর এক বিবৃতিতে এ শোক জানান।
বিবৃতিতে বলা হয়, তাঁর মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর শোকসন্তপ্ত প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। তাঁর মৃত্যুতে জাতির অপরূণীয় ক্ষতি হয়েছে। বাঙালি জাতি তাঁর অবদানের কথা চিরদিন মনে রাখবে।
উল্লেখ্য,অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী ছিলেন বাংলাদেশের একজন খ্যাতনামা প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী, তথ্য-প্রযুক্তিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। তিনি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য ছিলেন এবং ব্রাক ইউনিভার্সিটির প্রথম উপাচার্য ছিলেন। ২০১৮ সালের ১৯ জুন বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছিল। মঙ্গলবার (২৮ এপ্রিল, ২০২০) ভোররাতে তিনি ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেন।
Leave a Reply