ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বিশ্বব্যাপি চলমান করোনা ভাইরাস কেড়ে নিচ্ছে তাজা প্রাণ। বহু মানুষকে করেছে বেকার ও ঘরবন্দি এবং পরিবার থেকে বিচ্ছিন্ন। কাজকর্ম না থাকার কারনে দিনমুজুর, ভ্যান রিকসা চালক,স্বল্পপুজির ব্যবসায়ী ও নিন্ম মধ্যবিত্ত পরিবারে নেমে এসেছে এক ভয়াবহ খাদ্য সংকট।সেই সংকট থেকে সুরক্ষায় দেশের বিভিন্ন স্থানে ঘর থেকে বের না হওয়া শ্রমজীবী ও দরিদ্র মানুষের মাঝে প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে উপহার সামগ্রী বিতরণের কাজ। আবার নিরবে নিভ্রিতে কাজ করে যাচ্ছে কিছু মানুষ। এই মহামারির সময়ে উপহার সামগ্রী পেয়ে খুশি কর্মহীন ও দরিদ্র মানুষ। তাই দেশের এই ক্রান্তিলগ্নে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শ বুকে লালন করে নিরবে নিভ্রিতে অসহায় মানুষের আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ইহছানুল হক ঈশান। "মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য" এই স্লোগান সামনে রেখেই তার এ পথ চলা। ইতিমধ্যে তিনি অনেক অসহায় দুস্ত মানুষের আর্থিক সহযোগিতা করেছেন তার এই কার্যক্রম অব্যাহত থাকবে যতদিন না এই ক্রান্তিলগ্ন কাটে।
ইবি শাখা ছাত্রলীগের ঈশান বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে প্রত্যেক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের উচিত এই অসহায় দুঃখী মানুষের সহযোগিতা করা তবেই বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো সেই স্বপ্ন বাস্তবে রুপান্তরিত হবে।
You cannot copy content of this page