রবিন খান,স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাস ( কোভিড – ১৯ ) সংক্রমণ মোকাবেলায় দেশে চলমান সাধারণ ছুটি ও জেলায় জেলায় লকডাউন ঘোষণা করায় স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন । তার উপরে চলে এসেছে আমাদের প্রবিত্র রমজান মাস। ফলে কর্মজীবীরা একদিকে যেমন হয়ে পড়েছে কর্মহীন অন্যদিকে তারা মুখোমুখি হচ্ছে খাদ্য সংকটে । তাই এমন পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ফয়সাল করিম দাউদ খান, তথ্য প্রযুক্তি সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ শাকিল আহমেদ এবং মোঃ ইউসুফ তাদের নিজস্ব অর্থায়নে ঢাকা শহরের আটকে পরা ২০০ পরিবারকে ১০ দিনের খাবার উপহার দিয়েছেন নিন্মবিত্ত পরিবারকে এবং অসহায় বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের ।
ফয়সাল করিম দাউদ খান ছিলেন সাবেক সহ – সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর, সাবেক উপ তথ্য ও প্রযুক্তি সম্পাদক ঢাকা মহানগর উত্তর । বর্তমানে তিনি ছাত্রলীগের পাশা পাশি নানা সমাজ সেবা মূলক কাজ করছেন । শাকিল আহমেদ জুয়েল ছিলেন সাবেক সহ – সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর , সাবেক সহ- সম্পাদক ঢাকা মহানগর উত্তর । তিনিও ফয়সালের সাথে নানা সমাজ সেবা মূলক কাজের সাথে বর্তমানে জড়িত। তারা ঢাকার বিভিন্ন স্থানে আটকে পরা চাকুরিজিবী অসহায় মানুষদের বাড়ি গিয়ে গিয়ে খাবার পৌঁছে দিয়ে এসেছে। কিছু ছিন্ন মুলের মাঝেও খাবার দেবার ব্যবস্থা করেছে ।।
এই কাজে মাঠ পর্যায়ে অসহায় মানুষের খবর নেয়া , খাবার প্রস্তুত ও বিতরনে সহযোগিতায় ছিল আদাবর থানা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক কাম্রুজ্জামান রুবেল। ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সহ- সভাপতি আলমগির হোসেন , হাসান মাহমুদ বাব্লু, ঢাকা মহানগর উত্তর ছাত্রলিগের উপ সম্পাদক আরাফাত, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সদস্য তারেক সহ , মিরপুর ছাত্রলীগ এর আকাশ, রাশেদ সহ অনেকেই ।
মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য;
মানবতা বেঁচে থাক মানুষের মাঝে,মানুষের কাজে।
সবাই সুস্থ থাকুন,ঘরে থাকুন,নিরাপদে থাকুন…
Leave a Reply