মামুন কৌশিক, নেত্রকোণা প্রতিনিধি : সারা দেশে করোনা মহামারী রুপ ধারণ করছে দিন দিন।প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে অনেক তাজা প্রাণ।এরই মধ্যে গত ২৫ শে এপ্রিল থেকে সারা দেশে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান ।এবার বারহাট্টা উপজেলার ব্যবসায়ীরাও রমজানের বেশি চাহিদাকে পুঁজি করে মেয়াদ উত্তীর্ণ নিত্যপণ্যের জিনিস পত্রের পসরা সাজিয়ে রেখেছেন দোকানে।আর অনেকেই স্বাভাবিকের চেয়ে দাম বৃদ্ধি করছেন নিত্য পণ্যের জিনিসপত্রের।এমন অভিযোগের ভিত্তিতে বারহাট্টা উপজেলা সদরের গোপালপুর বাজারে বাজার মনিটরিং করেন বারহাট্টা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) সাদিয়া উম্মুল বানীন। বাজার মনিটরিং বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন যে, আজ বারহাট্টার গোপালপুর বাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করে দ্রব্যমূল্য বৃদ্ধি,মেয়াদোত্তীর্ণ পণ্য ও অনুমোদন হীন পণ্য রাখায় মোট সাতজন দোকানিকে ২১৫০০ টাকা জরিমানা করা হয়েছে।পবিত্র রমজান উপলক্ষ্যে আমাদের বাজার মনিটরিং অব্যাহত থাকবে।
You cannot copy content of this page