আবির হোসাইন শাহিন নিজস্ব প্রতিবেদকঃ
মহামারী করোনা ভাইরাসে স্থবির হয়ে পড়েছে সাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ খাত সব থেকে বেশি ঝুঁকিতে আছে সাস্থ্য বিভাগ। করোনার মধ্যে জীবনের
ঝুকি নিয়ে বড়ধুল চরাঞ্চলের মানুষের সাস্থ্য সেবায় নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন, বড়ধুল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের উপ—সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ মাসুদ রানা।
দেশে করোনায় আক্তান্ত ডাক্তারের সংখ্যা দুইশ অধিক সাস্থ্য সেবা দিতে গিয়ে মারা গেছেন অনেক চিকিৎসক অনেকেই আছেন চিকিৎসাধীন।
খবর নিয়ে জানা যায় যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারনে প্রতিদিন পায়ে হেটে কিংবা নৌকা দিয়ে যাতায়াত করতে দুগম চরে সেবা দিতে। তারমধ্যে কেন্দ্রে নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই, নেই বিদুৎ সংযোগ।
কমিউনিটি সেন্টারে পযাপ্ত লোক না থাকায় একাই সব সাস্থ্য সেবা নিশ্চিত করেন ডাঃ মাসুদ রানা।
যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা সকল দু:খ দুরদশা সহ্য করেও চরের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সবসময় পাশে থেকে সেবা দিতে হয়।
তাছাড়াও সম্প্রতি করোনা ভাইরাস প্রতিরোধ ব্যাপারে নিরলসভাবে কাজ করছেন তিনি।
You cannot copy content of this page