রবিন খান,স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাস ( কোভিড – ১৯ ) সংক্রমণ মোকাবেলায় দেশে চলমান সাধারণ ছুটি ও জেলায় জেলায় লকডাউন ঘোষণা করায় স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন । তার উপরে চলে এসেছে আমাদের প্রবিত্র রমজান মাস। ফলে কর্মজীবীরা একদিকে যেমন হয়ে পড়েছে কর্মহীন অন্যদিকে তারা মুখোমুখি হচ্ছে খাদ্য সংকটে ।
তাই এমন পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির তথ্য প্রযুক্তি সম্পাদক শাকিল আহমেদ জুয়েল বাবু এবং অন্যতম সদস্য ফয়সাল করিম দাউদ খান, এবং মোঃ ইউসুফ তাদের নিজস্ব অর্থায়নে ঢাকা শহরের আটকে পরা ২০০ পরিবারকে ১০ দিনের খাবার উপহার দিয়েছেন নিন্মবিত্ত পরিবারকে এবং অসহায় বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের ।
এর আগেও শাকিল আহমেদ জুয়েল বাবু নিজস্ব অর্থায়নে তার নিজ এলাকা সহ ঢাকার নানা এলাকায় ত্রান-সাহায্য পৌছে দিয়েছেন। ফয়সাল করিম দাউদ খান ছিলেন সাবেক সহ – সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর, সাবেক উপ তথ্য ও প্রযুক্তি সম্পাদক ঢাকা মহানগর উত্তর । বর্তমানে তিনি ছাত্রলীগের পাশা পাশি নানা সমাজ সেবা মূলক কাজ করছেন ।
শাকিল আহমেদ জুয়েল বাবু ছিলেন সাবেক সহ – সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর , সাবেক সহ- সম্পাদক ঢাকা মহানগর উত্তর । তিনিও নানা সমাজ সেবা মূলক কাজের সাথে বর্তমানে জড়িত। তারা ঢাকার বিভিন্ন স্থানে আটকে পরা চাকুরীজীবী অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিয়ে এসেছে। কিছু ছিন্ন মুলের মাঝেও খাবার দেবার ব্যবস্থা করেছে ।।
শাকিল আহমেদ জুয়েল বাবু বলেন আমার এই কাজ চলমান থাকবে।।
You cannot copy content of this page