প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১১:২২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২০, ৫:৪৯ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মাঝে পিপিই প্রদান করলেন অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো
সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও জেলার ৬জন সাংবাদিকদের মাঝে পিপিই প্রদান করা হয়েছে।
৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২টায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভুল্লী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো তার বাসভবনে ঠাকুরগাঁও জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মাঝে করোনা ভাইরাস সুরক্ষার পিপিই,মাস্ক ও হান্ডসেনটাইজার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ও ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক মোঃ সুজন আলী, বাংলা টিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মামুনুর রশিদ, সাংবাদিক জহিরুল ইসলাম, সাংবাদিক আব্দুর রাজ্জাক বাপ্পি, সাংবাদিক আসিফ কামাল, সাংবাদিক মাসুদ রানা সহ প্রমুখ।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভুল্লী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো বলেন, প্রাণঘাতী নভেল করোনাভাইরাস মোকাবেলায় পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) একজন সাংবাদিক দায়িত্বকে আরও গতিময় করে তুলবে। পাশাপাশি তাদের দায়িত্ব পালনে প্রাণচাঞ্চল্যতা আনবে। বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকরা বিপদগ্রস্ত। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সাহসীকতার সঙ্গে মাঠ পর্যায় সাংবাদিক তার কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান তিনি।
© 2024 Probashtime