স্টাফ রির্পোর্টারঃ
করোনা সংক্রমণ রোধে সাতক্ষীরা জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। গত ৩ দিনে অকারণে রাস্তায় চলাচলের কারণে ২৩৭টি মামলা দায়ের করা হয়েছে। এই সংখ্যা ১৪ দিনের তুলনায় দ্বিগুণেরও বেশী।
যশোরের শার্শা থেকে করোনা আক্রান্ত হয়ে একজন স্বাস্থ্য কর্মীর সাতক্ষীরায় আসার ঘটনাকে কেন্দ্র করে কঠোর পদক্ষেপ নেয় সাতক্ষীরা জেলা ও পুলিশ প্রশাসন। সেই পদক্ষেপের অংশ হিসেবে জেলার সকল প্রবেশদ্বারে চেকপোস্ট কসানো হয়। এই চেকপোস্টে সাতক্ষীরা থেকে বাইরের জেলায় যাওয়া বা আসা বন্ধ করা হয়।
সাতক্ষীরা জেলার এই সীমান্ত চেক পোস্টে অপ্রয়োজনীয় যাতায়াত বন্ধে গত তিন সপ্তাহে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৬৩৯টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে গত ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সময়কালে ২৩৭টি মামলা দায়ের করা হয়েছে।
You cannot copy content of this page