মোঃ মারুফবিল্লাহ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ ব্যবসায়ীকে ৬ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার (১ মে) বেলা সন্ধ্যায় উপজেলার মুকুন্দপুর চৌমুহনী বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার দরের মুল্যচার্ট না থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পন্য বিক্রয়ের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
এছাড়াও মুল্য তালিকা না রাখার অপরাধে এক হার্ডওয়ার দোকান মালিককে ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের চৌকস ম্যাজিষ্ট্রেট মোঃ সিফাত উদ্দিন এ অর্থদন্ড প্রদান করেন। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ও সেনা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আদালত পরিচালনাকালে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসাধারণকে সামাজিক ও শারিরীক দুরত্ব বজায় রাখার জন্য আহবান জানান।
You cannot copy content of this page