আব্দুন নূর,নেত্রকোনা প্রতিনিধিঃআজ পহেলা এপ্রিল ২০২০ইং শুক্রবার বিকালে নেত্রকোনার কেন্দুয়ায় টিসিবি স্যালসম্যান নজরুলে ইসলামের সিংহেরগাওয়ের নিজ বসত বাড়ি থেকে অবৈধভাবে মজুদকৃত টিসিবির ৫৩ লিটার তেল, চিনি ১০০ কেজি, ডাল ৭৬ কেজি, ছোলা বুট ১৩৪ কেজি জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতে তাৎক্ষনিক ৫০ হাজার টাকা জরিমানা আদায়। টিসিবি ডিলার বাচ্চু মিয়ার রামপুর বাজারের গোডাউন তালাবদ্ধ করে সিলগালা করা হয়েছে । ডিলারের সম্পৃক্তা তদন্ত প্রক্রিয়াধীন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা।
জব্দকৃত মালামাল থানা হেফাজতে রয়েছে। মিথ্যাচারী টিসিবি সেলসম্যান নজরুল জনগণকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে মজুদকৃত টিসিবির বিপুল পরিমাণ মালামালসহ আজ হাতে নাতে আটক হয়েছে। কেন্দুয়া উপজেলা ভূমি কর্মকর্তা ও ম্যাজিষ্ট্যাট মোঃ খবিরুল আহসান অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদকৃত মালামাল সহ নজরুলকে আটক করেছেন।
এ সময় কেন্দুয়া থানার সিনিয়র সাব ইন্সপেক্টর ছামেদুল হক সঙ্গী ফোর্সসহ অভিযানে সহযোগিতা করেন। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তদন্ত শেষে সিদ্ধান্ত গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়ন করা হবে বলে জানান ইউএন ও আল ইমরান রুহুল ইসলাম।
You cannot copy content of this page