সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ করোনার কারণে ঠাকুরগাঁওয়ে কর্মহীন হয়ে পড়া অসহায়, দুস্থ ও ভাসমান রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করেছে। রোজার শুরু থেকেই ঠাকুরগাঁওয়ে ভাসমান রোজাদারদের মাঝে বিনামূল্যে ইফতার দিচ্ছে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গনি।
শুক্রবার (১ মে) ইফতার বিতরনে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আবির হোসেন রকি, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সানভির, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক রাসেল ইসলাম রেসাদ সহ ঠাকুরগাঁও জেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গনি বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি বিত্তবানদের আরও এগিয়ে আসতে হবে। করোনার মধ্যে এবার রমজানের আগের চেয়ে ভিন্ন। এ অবস্থায় করোনার সংকটের কারণে অনেকের বাসায় ইফতারের ব্যবস্থা নেই। অনেকের ঘরে খাবার নেই। আবার লকডাউনের কারণে রাস্তা ঘাটে যত্রতত্র দোকানও বসে না। তাই প্রথম রমজান থেকে ইফতার তৈরি করে রাস্তায় বের হয়েছি। সামাজিক দূরত্ব মেনে শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি।
আরও বলেন, শুরু হওয়া এ কর্মসূচি ঠাকুরগাঁয়ের বিভিন্ন এলাকায় চলবে পুরো রমজান মাসজুড়ে। এর ধারা অব্যাহত রেখে মানুষের কল্যানে কাজ করে যাওয়ার জন্য ওসমান গনি সকলের দোয়া প্রত্যাশি।
তিনি করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সুরার সব নিয়ম-কানুন সঠিকভাবে পালনের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান।
এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় গোপন রেখে অসহায় ও দুস্থ রোজাদারদের বাড়িতেও ইফতার পৌছে দিয়েছেন তিনি।
You cannot copy content of this page