মামুন কৌশিক নেত্রকোণা জেলা প্রতিনিধি :
নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ছায়ার হাওরে আজ (২ মে শনিবার) বিকেলে জলমহালে মাছ ধরাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছে।
গুরুতর আহত সাবাজ মিয়া (৫০) রব্বানী (৪০) জিয়াউর রহমান (৩০)মতিউর রহমান (১৮) নাজমুল হক (২০) মস্তু মিয়া (৫৫) আতাউর রহমান (২০)তাপস (২৬) টিয়া মিয়া (৩০) নূরুল ইসলাম (৬০)ও রওশন আলীকে (২৮) খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পার্শ্ববর্তী কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা প্রত্যেকেই কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, কৃষ্ণপুরের মস্তু মিয়া ও তার লোকজন শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে গ্রামের ছায়ার হাওরে জলাশয়ে মাছ ধরতে যায়। এ সময় একই গ্রামের সাবাজ মিয়ার সাথে মস্তু মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পক্ষের শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়।
খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, মাছ ধরা নিয়ে গ্রামের দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে এখনও থানায় লিখিত অভিযোগ করেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
You cannot copy content of this page