এম এ হান্নান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
দেশ বর্তমান করোনায় বিপর্যয়ের মধ্য দিয়ে চলছে। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। কর্মহীন মানুষের দিন দিন কষ্ট বেড়ে চলছে। সরকারি বেসরকারি মিল কারখানা সব বন্ধ আছে সরকারি নির্দেশনায়।সাধারণ ছুরি বাড়ছে ১৬ মে পর্যন্ত।
সিরাজগঞ্জের শাহজাদপুরে করোনার প্রভাবে ৫ম দফায় কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের পাঁচ’শ জন মানুষের মাঝে ব্যাক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন।
শনিবার (২মে) সকালে উপজেলার বেলতৈল ইউনিয়নের সাহিত্যিক বরকাতুল্লাহ কলেজ মাঠে নিরাপদ দূরত্ব বজায় রেখে ৫০০ জন শ্রমজীবি মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।
এতে ছিল চাল, ডাল, ছোলা, আটা, আলু, পেয়াজ, লবন ও তেল দেওয়া হয়।
এ নিয়ে এমপি হাসিবুর রহমান স্বপন নিজ উদ্যোগে পাঁচ দফায় পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে ৬ হাজার কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, বেলতৈল ইউপি চেয়ারম্যান ফেরদৌস হোসেন ফুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামছুল আলম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, আবুল হাসেম, উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply