বরগুনা প্রতিনিধিঃ
বরগুনায় রাতের আধারে জমি থেকে মুগডাল চুরির খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলার তিন নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না গ্রামের জমি থেকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (০২মে ) ডাক্তার এআর খানের ৪০ শতাংশ জমির মুগডাল নিয়ে গেছে রাতের আধারে। চুরির ঘটনায় জমির মালিক ডাক্তার এআর খান প্রশাসনের কাছে আইনি সহযোগীতার দাবি জানিয়েছেন।
স্থানীয় কয়েকজন কৃষক বলেন,গতকাল আমরা পাশের জমি থেকে ডাইল তুলেছি তখন ডাক্তার এআর খানের জমিতে দেখছি ডাইল আছে। আজ সকালে শুনলাম জমির সব ডাইল চুরি হয়ে গেছে।এই চোরের বিচার করতে হবে। তা না হলে আজকে তার জমির ডাইল চুরি করেছে কাল আমারটা চুরি করবে। আমরা এই ডাইল চোরের সঠিক বিচার চাচ্ছি প্রশাসনের কাছে।
এব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন,মুগডাল চুরির কোন ঘটনা আমি শুনিনায় তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
You cannot copy content of this page