শামীম মিয়া, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা গ্রাম। গ্রামটির বাসিন্দাগণ গ্রামকে গ্রাম হিসাবে না দেখে পরিবার হিসাবে দেখেন। তাই তো গ্রামটির বর্তমান স্লোগান হলো “ আমার রশিদ দেওহাটা পরিবার, প্রয়োজনে পাশে থাকবে সবার”।
বরাবরের মত গ্রামের যুব সমাজের উদ্যোগে এবং বয়োজৈষ্ঠ্যদের সহযোগীতায় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বর্তমান মহামারি করোনা ভাইরাস কালে।
নিজ গ্রামের অসহায় ২৭০টি পরিবারের দায়িত্ব নিয়েছেন তারা।করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া,অসহায় পরিবারের মাঝে শনিবার উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।সেই সাথে সকল ধরনের সচেতনা মূলক কাজ করে যাচ্ছে তারা।
আয়োজকদের পক্ষ হতে স্কুল শিক্ষক দেওয়ান মোঃ আজাদ রহমান জানান “ আমরা আমাদের গ্রামের দায়িত্ব নিয়েছি ,অন্যরাও তাদের গ্রামের দায়িত্ব নিলে হয়তো করোনার মহামারীর যুদ্ধে নিশচয় আমরা সফল হবো।
You cannot copy content of this page