মোঃ মারুফবিল্লাহ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশের ন্যয় সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ) নির্বাচনি আসনে বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ কাজী আলাউদ্দীন এর পক্ষ থেকে ৪ মে সোমবার করোনা ভাইরাসে সৃষ্ট দুর্যোগে কর্মহীন ৩৬০০ দারিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হবে।
শেষ মূহুর্তে চলছে প্যাকেটিং ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজ।
সাবেক সাংসদ বিএনপি নেতা কাজী আলাউদ্দীন জানান, অতীতে যেকোন দুর্যোগে আমি গরিব, দুস্থ্য ও অসহায় মানুষের পাশে ছিলাম, বর্তমানে আছি এবং আজীবন থাকবো।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রায় ১৫ লক্ষ টাকার খাদ্যসামগ্রী প্রস্তুত করেছি।
কালিগঞ্জের ১২ এবং শ্যামনগরের ১২টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রতিনিধির মাধ্যমে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হবে। ৩৬০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরনের লক্ষমাত্রা ধার্য হয়েছে।
সোমবার জেলা নেতৃবৃন্দ বিতরন অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচি উদ্বোধন করবেন।
You cannot copy content of this page