সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা ভাইরাস মোকাবেলায় ও রমজান উপলক্ষ্যে ৫ শতাধিক অসহায় দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ সহায়তার করা হয়েছে।
রোববার (০৩ এপ্রিল) বেলা ১১ টায় গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয় মাঠে পূর্ণীমাগাঁতী ইউনিয়নের ১৯ টি গ্রামের জনসাধারণের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আব্দুস ছামাদ সরকার,পূর্নীমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নবীনূর রহমান রচী,পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন,ইউপি সদস্য আব্দুর রব প্রমুখ।
পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার জানান, সংসদ সদস্য তানভীর ইমামের সহযোগিতায় ত্রাণ ও দূর্যোগের আওতায় করোনা ভাইরাস ও মাহে রমজান উপলক্ষ্যে এই ত্রাণ বিতরণ করা হয়েছে। আগামীতে আরো সাড়ে ৩ হাজার মানুষ কে এই ত্রাণ সহায়তা করা হবে। তিনি আরো জানান তার ব্যক্তিগত ও বিভিন্ন সহযোগিতায় পূর্ণীমাগাঁতী ইউনিয়নের অসহায় দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে এটা চলমান থাকবে।
Leave a Reply