আবদুর রহমান, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
সারাদেশে করোনাভাইরাস সংক্রমণের কারনে শ্রমীক সংকট ও আতংকগ্রস্থ কৃষকদের ধান কাটায় সহযোগিতা করার নির্দেশনা প্রদান করেছেন বাংলাদেশ ছাত্রলীগ।
এরই ধারাবাহিকতায় রোজা রেখে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে সম্প্রতি উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়াছিন আরাফাত ওয়াসিমের নেতৃত্বে হাশিমপুর গ্রামের কৃষক বাবুল মিয়ার ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় ধান কাটার কাজে আরও সহযোগিতা করেন ছাত্রলীগ নেতা হ্রদয় হাজারী, মেহেদী রাজু, আরিয়ান শেখ, ফয়সাল শেখ, শাহাদাৎ কাজী, ফরিদ গাজী, শফিউল গাজী, রাহুল ভুইয়া, হ্রদয় গাজী, সুজা রহমান সহ প্রমুখ।
ভাটরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়াছিন আরাফাত ওয়াসিম বলেন, বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন শরীফ ও রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মালের অনুপ্রেরণায় ১০ নং ভাটরা ইউনিয়ন ছাত্রলীগ বর্তমান করোনাভাইরাসে আতংকগ্রস্ত কৃষকদের সহযোগিতা করতে ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে।
ছাত্রলীগ দেশের ক্রান্তিলগ্নে কৃষকের পাশে আছে।ভাটরা ইউনিয়নের কোন কৃষক বোরো মৌসুমে ধান কাটায় সহযোগিতা প্রয়োজন হলে ভাটরা ইউনিয়ন ছাত্রলীগ সহযোগিতা করবে।
Leave a Reply