আবদুর রহমান, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে রোজা রেখে স্বেচ্ছাশ্রমে বেশ কয়েকজন কৃষকের প্রায় ১২৫ শতাংশ জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় ধানগুলো মাড়াই করে কৃষকের ঘরে তুলে দেন তারা। বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায়, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল ও রামগঞ্জ আসনের এমপি ড. আনোয়ার খানের অনুপ্রেরনায় রবিবার উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাঈম হোসেন ভূঁইয়ার নেতৃত্বে শেফালীপাড়া ওয়ার্ডের অসহায় কৃষকের ধান কাটায় সহযোগিতা করেছেন।
ছাত্রলীগ নেতা নাঈম হোসেন ভূঁইয়ার সাথে এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা শাহাদাৎ, রাকিব, হাসান,রজনি,মুরাদ,সাগর, সিকান্ত,মিরাজ,কানাই কর্মকার,শাওন,শামিম, সৌরব, সৈকত, শাকিল, তানভীর, লিঠন, বাবু, আসরাফুল সহ প্রমুখ।বিগত ৪ দিন যাবত উক্ত ধান কাটার কাজগুলো করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাইম ভুইয়া বলেন, সময়ের প্রয়োজন মেটাতেই এগিয়ে চলা বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীর মধ্যে আছে তরুণ মুজিবের নান্দনিকতা ও আদর্শ, আছে কাজী নজরুলের বাঁধ ভাঙার শৌর্য, আছে ক্ষুদিরামের প্রত্যয়, আছে সুকান্তের অবিচল চেতনা। তাই তো বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার অধিকার রক্ষার পাশাপাশি জাতীয় রাজনৈতিক ও সামাজিক স্বার্থ সুরক্ষায় সবসময় মঙ্গলপ্রদীপের আলোকবর্তিকা হয়ে ছড়িয়ে পড়ে চার দিগন্তে।
Leave a Reply