নিজস্ব প্রতিবেদকঃ জার্মান আওয়ামীলীগ এর আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জার্মানির মিউনিখ শহরে বসবাস কারী সেলিম ভূঁইয়ার একমাত্র মেয়ে সাইয়েদা জান্নাত সুহার ৮ম জন্মদিন পালিত হয়েছে।(০3 এপ্রিল) সোমবার রাতে জার্মানির মিউনিখ শহরে নিজ বাসভবনে করোনার কারণে একেবারে ঘরোয়া পরিবেশে উক্ত জন্মদিন পালিত হয়। জার্মান আওয়ামীলীগ এর আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সেলিম ভূঁইয়ার একমাত্র মেয়ের জন্মদিনে উজ্জল ভবিষৎ কামনায় মহান সৃষ্টিকর্তার কাছে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।সে সাথে তার সহকর্মীসহ বন্ধু বান্ধব আত্বীয় স্বজনের কাছেও দোয়া কামনা করা হয়।
সেলিম ভূঁইয়ার বলেন, করোনা মহামারী এর কারণে এবার আমার একমাত্র সন্তান সাইয়েদা জান্নাত সুহার শুভ জন্মদিন কোন রকম অনুষ্ঠান ছাড়া হয়েছে। জার্মানির মিউনিখ শহরে ঘরোয়া পরিবেশে কেক কাটা হয়েছে। এবং একমাত্র সন্তান সাইয়েদা জান্নাত সুহা এর জম্মদিনে দেশে বিদেশে আত্মীয় বন্ধু শুভাকাঙ্খী দের নিকট দোয়া প্রার্থী আমি।
Leave a Reply