আসমাউল মুত্তাকিন: ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন ‘সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের’-এর উদ্যোগে চলমান করোনাভাইরাসের কারণে বিপাকে পড়া সমাজের নানা শ্রেণী পেশার অসহায় মানুষদের মাঝে খাদ্য ও সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২ এপ্রিল) পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ৪০টি অসহায় পরিবারের মাঝে ১মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
করোনা দুর্যোগ শুরুর প্রাক্কালে( মার্চের তৃতীয় সপ্তাহে) ফেনী শহরের প্রায় পাঁচশতাধিক নিন্ম আয়ের মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী(হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক) বিতরণ করে সংগঠনটি।
সংগঠনটির সভাপতি প্রকৌশলী আলাউদ্দিন আদর বলেন, ‘লক ডাউন কিংবা সাধারণ ছুটি যাই বলুন আমাদের মতো দেশে উচ্চবিত্তদের জন্য তা হয়তো কষ্টদায়ক নয়। কিন্তু সমাজের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত এবং অসহায় মানুষদের জন্য এটা খুবই বেদনাদায়ক। শ্রমজীবী মানুষগুলো যদি এক দিন বসে থাকেন, তাহলে তাঁদের খাদ্য জোগাড় করা কষ্ট হয়ে যায়। যেখানে খাদ্য সংকট প্রকট সেখানে সুরক্ষা সামগ্রী বিলাসিতা বৈকি? আমরা আমাদের সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে অর্থ জোগাড় করে অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করছি। সামনের দিনগুলোতেও আমরা তাঁদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবো।
You cannot copy content of this page