সোহেল রানা,যশোর প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছায় ৯৮পিস ইয়াবাসহ মাসুম সরদার (২৮)নামে এক যুবককে আটক করেছে পুুুলিশ। মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঝিকরগাছা থানাধীন পায়রাডাঙ্গা গ্রাম তাকে আটক করা হয়। আটক মাসুম সরদার ঝিকরগাছা উপজেলার পুরন্দরপুর ঢালীপাড়া গ্রামের মৃত কামরুল ইসলাম সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুরঞ্জিত কুমার রায়,সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ রানা,(এএসআই) ওলিয়ার রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পায়রাডাঙ্গা গ্রামস্থ পায়রাডাঙ্গা মহিলা মাদ্রাসা রোডস্থ জনৈক আমিনুর রহমান এর গোয়াল ঘরের পিছনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। এসময় ৯৮পিস ইয়াবাসহ মাসুম সরদার নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়।
এ ব্যাপারে ঝিকরগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply