নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলের নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের বল্লাহাটি গ্রামে ছোট ভাই আলী খানকে (৪০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। খাস জমি দখলকে কেন্দ্র করে বুধবার (৬ মে) বিকেলে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষ আজিজুল ঠাকুরের লোকজন আলীকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে। আলী বল্লাহাটি গ্রামের ওসমান খানের ছেলে।
এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আপন দুই ভাই নাশাল (৪৫) নাসির (৫০) গুরুতর জখম হয়েছে। তাদেরকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াগাতি থানার ওসি রোকখানা খাতুন জানান, বল্লাহাটি গ্রামে খাসজমি নিয়ে আলী খান ও আজিজুল ঠাকুরদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। ওইদিন (বুধবার) সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। #
You cannot copy content of this page