রুবেল আহমেদ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন (রায়গঞ্জ-তাড়াশ-সলংগা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।
তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত কল্পে সরকার দেশব্যাপী ছুটি ঘোষণা করেছে এবং সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। এ পরিস্থিতিতে অনেক দরিদ্র লোকের পক্ষে খাবার জোগাড় করা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। সরকার তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ যথাসম্ভব সহযোগিতা করার চেষ্টা করছে। পরিবেশ পরিস্থিতি বিবেচনায় ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (৭ই মে) সকাল ১০ টায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯নং ব্রক্ষগাছা ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে ও রায়গঞ্জ উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ৪৫০টি পরিবারের মাঝে জন পরিবারে (১০ কেজি) হারে খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল-মাজি জিন্নাহ,সাধারণ সম্পাদক খন্দকার শরিফুল ইসলাম, রায়গঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ছাইদুল ইসলাম চাঁন,উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা পাপিয়া পারভিন (পরী), ব্রক্ষগাছা ইউ'পি চেয়ারম্যান গোলাম সরোয়ার লিটন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল মনসুর খাঁন মিন্টু,সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন টিটু সহ ইউপি সদস্যরা।
You cannot copy content of this page