কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ১ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৬ জাতের সবজি বীজ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ৩১ দফা বাস্তবায়নের লক্ষে, স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এমপির উদ্যোগে এবং বঙ্গতাজ তাজউদ্দীন ও সৈয়দা জহুরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের অর্থায়নে ১১ ইউনিয়নের কৃষকের মাঝে এ বীজ বিতরণ করা হয়।
বৃহষ্পতিবার (৭ মেে) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপস্থিত কৃষকের হাতে পুঁইশাক, লালশাক, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, ডাটা, ঢেঁড়স বীজ তুলে দেওয়া হয়। বাকি অনুপস্থিত তলিকাভুক্ত কৃষকের বাড়িতে ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা বীজ পৌঁছে দিবেন বলে জানান।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা আ'লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক।
You cannot copy content of this page