বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় অভিনব পদ্ধতিতে প্রাইভেটকার যোগে গরু চুরির ঘটনা ঘটেছে। চোরাই গরু নিয়ে পালানোর সময় প্রাইভেটকারের চালককে আটকও করা হয়েছে। এছাড়া দুইটি গরু উদ্ধার করা হয়েছে।
বুধবার (৬ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার তালজাঙ্গা ইউনিয়নে শাহবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের মতো রাতে থানা পুলিশের একটি দল নিয়মিত টহল দেওয়ার সময় তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ এলাকায় রাত ২টার দিকে লক্ষ্য করে সাদা রঙের একটি প্রাইভেটকারের ভিতরে দু’টি গরু তুলে দ্রুত বেগে পালাচ্ছিল চোর।
তা দেখে পুলিশ প্রাইভেটকারটিকে ধাওয়া করে। পরে শাহবাগ নামক এলাকায় প্রাইভেটকারসহ জয়নাল নামে একজনকে আটক করে পুলিশ।
এ সময় আটককৃত প্রাইভেটকারের চালক জয়নাল জানায়, পালিয়ে গেছে সাথের অপর দুই চোর।
আটককৃত জয়নাল (৩০) পঞ্চগড় জেলার মইশেখালিপাড়া এলাকার খাদেমুলের ছেলে। সে গাজীপুর এলাকায় অবস্থান করে গাড়ী চালায়।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান তথ্য নিশ্চিত করে জানান, দুইটি গরু ও প্রাইভেটকারটি পুলিশের হেফাজতে থানায় রয়েছে।
গরু দু’টির মালিক উপজেলার রাউতি ইউনিয়নের হরিগাতী গ্রামের মো. কামাল উদ্দিন ও নুরুল ইসলাম বলেও জানান ওসি মো. মুজিবুর রহমান।
Leave a Reply